পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস । ○○ 、 শ্রোতাগণ শুনহ শ্রবণে ॥ ২২ ॥ গোপী কহে রসরাজ, কি কহ শুনিতে লাজ, যারা হয় কুশলী রমণী। স্বচুঃখ অবখগুন, কারি, পতি পুত্ৰগণ, হেতু আত্ম নিত্য প্রিয় মানি ॥ ১০। তাহাতে করি বিবৃতি, কের্তোহে করবে রতি, যাহাতে তে জিবে বন্ধুজনে। এলাগি গোকুল মণি, বরদ হয়ে আপনি, সুপ্রসন্ন হও গোপীগণে ॥ ১১। মোরা হই কুলনারী, এখানে রহিতে নারি, চিরক্ষণ ওহে নটবর। শীঘ্ৰ যাবে ব্ৰজপ্রতি, দেহ সবে অনুমতি, বিড়ম্বন না কর অপর ॥ ১২ ॥ তোমার হৃদয়ে ধৃত, ষে অাশা সে অনুচিত, তাহা এবে কর উচ্ছেদম। পাইয়া কুলের বালা, নিশিতে দিওনা জ্বালা, ক্ষমা দাও ব্রজের জীবন ॥ ১৩ ॥ *: • চিত্তং মুখেন ভবতাপহৃতং গৃহেষু খন্নিৰ্ব্বিশত্যুত করাৰপি . গৃহকৃত্যে। পাদে পদং ম চলতস্তৰ পাদমূলাদামঃ কথং ব্ৰঞ্জমথো করবাম কিম্বা । ৩৩ ৷ - যদি কহ গুণমণি, তোমরা যত রমণী, করিয়াছ মোরে অভি লাষ। যদি এ অষোগ্য নয়, তথাপি করিতে হয়, সবে নিজই গৃহে বাস। ২৬। অতএব গোপীগণ, পতি পুত্র বিসৰ্জ্জন, এক কালে উচিত না হয়।. তাহাদের প্রীতি লাগি, হোতে হয় ক্লেশ ভাগী, চাহি লোক দেখ সমুদায় ॥ ২৪ ॥ এজন্য সবারে বলি, গৃহে যাও সবে মেলি, নাহি কর বন্ধুর বিরতি। তবে শুন হৃষীকেশ, তার কিছু সবিশেষ, কহি মোরা সকল যুবতী ॥ ২৫। তোমার-মুরুলিন্ধনি, সুধাসিন্ধু উল্লাসিনী, প্রবেশি মোদের শ্রীতি পথে। গৃহাদি বিষয় মুখ, সমুহে করি বিমুখ, ভাসায় আনন্দ নদী শ্রোতে ॥ ২৬ । সে হেন বেণুর গীতে, হরিয়া সবার চিতে, করিয়াছ হেথা আনয়ন। তাহে হয়ে জ্ঞানহত, ভুলে নিজ হিতাহিত, গৃহরুত্যে নাহি পশে মন। ২৭। সকল ইঞ্জিয়