পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3డా ঐরাসবিলাস। . ণে। তোমাৱ সুন্দর স্মিত,নিরীক্ষণ সন্দীপিত, তীব্ৰ কামানল দহে মনে ॥ ৪৯ সেলাগি তব চরণ, সেবা করি আকিঞ্চন, তেজি গৃহ বসতী সকলে। তব পদায়ু জাপ্রয়, লইতে হে দয়া, ময়, সমীপে এসেছি নিশি কালে । ৫০ । ওহে পুরুষ ভূষণ, করা নহে বিড়ম্বন, অনুগত অবলানিচয়ে। নিজ দাস্ত করি দান, *বাঁচাও গোপীর প্রাণ, আর জ্বালা না সহে হৃদয়ে। ৫১ ৷ এইৰূপে গোপীচয়, প্রকটার্থে কৃষ্ণে কয়, নৰ্ম্ম অর্থে কহিতেছে আর। কহি সেই বিবরণ, শুনহ, ভক্তগণ, ষাহে সুখ হইবে অপার। ৫২। গোপী কহে বৃজিনাৰ্দ্দ, অতএব রুণাদ্র, হও সবে প্রসন্ন হৃদয়। করিয়ে অতি আগ্রহ, কেন কহিতেছ এহ, লইতে আপন পদাশয় ॥৩১। তব উপাসনা আশে, তেজি নিজ গৃহ বাসে, মোরা তব চরণ সমীপে। করিয়াছি আগমন, মনে না ভাবে এমন, মদনমোহন হেন ৰূপে ॥ ৩২ ৷ তোমার সুন্দর স্মিত,নিরীক্ষণ সমুদিত, তীব্রকমি তপ্ত যারা হয়। সে সবারে নিজ দাস্য, দেহ শশধর আস্ত, আমাদের নাহি সে মাসয় ॥ ৩৩ ৷ জানি পুরুষ ভুষণ, পুরুষভূপ্রপীড়ন, প্রয়োজন কেবল তোমার। সেই মোসবারে কও, আমার আশ্রয় লও, কেন তব হেন ব্যবহার ॥ ৩৪ ৷ - ৰীক্ষ্যালকাৰ্বতমুখং তব কুগুল ত্রগণ্ডস্থলাধরশ্নধং ইসিতাৰলোকং। দত্তাভয়ঞ্চ তুঙ্গদওযুগং বিলোক বক্ষঃ শ্ৰিয়ৈক”召邓* 可可可而朽8伽 va脚 *... যদি কহ নটবর, ওহে গোপিনী নিকর, ক্রয় ক্রীতা নাহি হও সবে ভূতিদান নাহুি করি, তবে কিলে হে সুন্দরী, সকলে আমার দাসী হবে । ৫৩। তবে শুন বিবরণ, রসিক শিরে রর্তন, স্বমাধুর্য্য ধনে মেসবারে। আপনি করেছক্লয়, এখন হে দয়াময়, বল উপেখিবে কি প্রকারে । ৫৪। একে তব মুখ