পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস । 8ፃ এৰূপে সম্ভোগ রস করিয়া বর্ণন। বিপ্ৰলম্ভ বর্ণিবারে কৈলা আরম্ভন ॥ বিনা বিপ্ৰলম্ভ নহে শৃঙ্গার পুষ্টিত । রসশাস্ত্রে খ্যাত অাছে এইৰূপ প্রথা। অতএব মহামুনি তাহাই কহিতে । অত্যাগ্ৰহ প্রকাশিলা আপনার চিতে ॥ মুনি কহে এইৰূপে যত গোপীগণ । শ্ৰীকৃষ্ণ হইতে হৈলা সম্মান ভাজন ॥ দিব্য অতি দিব্য আদি নায়ক হইতে। পরম নায়ক কৃষ্ণ বিখ্যাত শাস্ত্রেতে। অতএব মহাত্মা বলিয়া মুনিবর। স্ট্রাহার শ্রেষ্ঠ তা পুনঃ কন মহত্তর ॥ • যেহেতুক স্বয়ং ভগবান হন হরি। তাহাতে সাক্ষাৎ কৃষ্ণ পূর্ণ অবতারী ॥ যাহার মাধুর্য্যে হরে যোগীন্দ্রের মন। যে সৌন্দর্য্য স্বপৰ্য্যন্ত করে বিস্মাপন ॥ হেন কৃষ্ণ হৈতে মান পেয়ে গোপীচয় । পরস্পর হইলেন গৰ্ব্বিত হৃদয় ॥ সবে মনে মানে আমি বড় ভাগ্যবতী। আমার প্রেমেতে বশ হইলা স্ত্রপতি ॥ এত ভাবি-মান গৰ্ব্বে গৰ্ব্বিতা সকলে। মানে আমাসম নাহি এ মহীমণ্ডলে । তাসাং তৎসৌভগমদং বীক্ষ্যমানঞ্চ কেশবঃ । প্রশমায় প্র সাদায় তত্ৰৈবাস্তবুধীয়ত । ৪৭ ৷ אצי প্রেমের কুটিল গতি সহজেতে হয়। এলাগিয়া যাতে তাতে মান উপজয়। তাহাদের মান আর গৰ্ব্বিত আচার। অনুনয়াদিতে কৃষ্ণ মনি অনিবার ॥ বিশেষতঃ রাধাপ্রতি প্রেমের গাঢ়তা। দেখাইতে অস্থধান হইলেন তথা । বৃন্দাবনচন্দ্র যার একান্ত শরণ। ঐরাসবিলাস কহে সে স্ত্রনারায়ণ। . • ইতি"স্ত্রভগবতীয় রাসপঞ্চাধ্যায়ব্যাখ্যায়াং ক্ররাসবিলাস- • খীয়াং প্রথমাধ্যায়ব্যাখ্যা সমাপ্ত ॥ "