পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} ঐরাসবিলাস । (?\○ বসতি। অামাসবে কঠিনতা নহে যোগ্য অতি ৷ অতএব কহি কৃষ্ণ পথের উদ্দেশ। বিনাশহ দুরন্ত বিরহ মহাক্লেশ। কিন্তে কৃতং ক্ষিতি তপোবত কেশবাজি স্পর্শোৎসবোংপু. লকিতাঙ্গরুহৈৰ্ব্বিভাসি অপঞ্জি সম্ভবউরুক্রমবিক্রমাদ্ধা আহে বরাহবপুষঃ পরিরস্তনেন ॥ ১০ ॥ যথারাগ। এৰূপে গোপিকা কাতর অধিকা, কৃষ্ণপথ অন্বে ষণ। করিতেখ, দেখে আচম্বিতে, অবনীর শোভাগণ কছে বসুমতি ওহে পুণ্যবতি, কি তপ করিলে কোথা। যাহে কৃষ্ণপদ, পরশ সম্পদ, সুখে, হও পুলকিত। অঙ্কর সমুহ, তৰ তনুরুহ স্ফরিত হয়েছে সব। হেরি মনে হয়, কৃষ্ণপদদ্বয়, স্পর্শহেতু এ বৈভব। বলহে ধরণ, তব মুখে শুনি, আমরা যত গোপিনী। কৃষ্ণপদম্পর্শ, সুখসম হর্ষ, পুেয়েছ কি কভু ধনি। উরুক্রম হয়ে, তোমার হৃদয়ে, পদ দিলা নারায়ণ । তাহে মুখোদগম, তব ইহা সম, হয়েছিল কি ঘটন। কিম্বা তোমাসহ, পূৰ্ব্বে গ্রবরাহ, বিহরিলা আমোদেতে। তাহে সবিশেষ, হেন সুখলেশ, প৮ ইলা কি কভু চিতে রুষ্ণ গুণালয়, সূৰ্ব্ব রসাশ্রয়,সুনাগরশিরোমণুি। তাছার পরশ, অন্যসব রস, বিরস করয়ে জামি। আমর সে অঙ্গ, নব মুখ সঙ্গ, পেয়ে পুনঃ হরাইয়ে। ফিরি বনে বন, তার অন্বেষণ, করিতেছি দুঃখি হয়ে। তুমি জানো ধনি, সে পুরুষমণি, যেখানে করে গমন। কহি সে উর্দেশ, নিবারহ ক্লেশ, বাঁচাও অবলাগণ । - অপোণপত্ন পগতঃ প্রিয়য়েহ গাত্রৈস্তম্বনৃ দৃশং সখি স্বনিব্বিতিমচ্যতোবঃ কান্তাঙ্গতুঙ্গকুচকুঙ্ক মরঞ্জিতায়াঃ কুনঅজঃ কুলপতেরিহ বাতি গন্ধঃ । ১১। e . এ ভাবে ভাবিত, অভিীর বনিতা, তদুত্তর নাহি পেয়ে। लि- -