পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

c3 ঐরাসবিলাস । রহে বিমন, যত ব্ৰজাঙ্গনী, অন্য দিগে যায় ধেয়ে। মনে২ করে, ধরা মোসবারে, না করিল সমুত্তর। জানি বসুমতী, কৃষ্ণপ্রেম বতী, পেয়ে কৃষ্ণে হৃদিপর হয়ে গরবিণী, জানিয়া সতিনী, এহু নাহি কহে কথা। এত চিন্তা করি, যত গোপনারী, ভ্ৰমি তেছে যথা তথা । সম্মুখে হরিণী, পতি বিরহিনী, হেরি আভী রিণীগণ । প্রেম উনমাদে, মনের বিষাদে, তাহারে কহে বচন ॥ মনে২ ভান,মোদের সমান, হয় এহ বিরহিণী। বিচ্ছেদ বেদন, জীনে এই জন, কহিলে কহিবে বাণী ॥ ও মৃগগৃহি৭ি, যতেক গোপিনী, মোরা, করি নিবেদন। তুমি কি নয়নে, গোপিকাজীবনে, করিয়াছ দরশন। অচ্যুত মাধুর্য, সে নাগর বর্য্য, নিজ কাৰ্য্য সাধিবারে । প্রিয়ার সহিতে, গেছে এই পথে, দেখেছ কি তুমি তারে। নিজাঙ্গলাবনা, কুরিয়া বদনা, দিয়া তব নেত্ৰে সুখ। ভ্রমে এই বনে এ গোপিনীগণে, এবে হয়ে সুবৈমুখ। কান্তাকুচস্থিত, কুঙ্ক মরঞ্জিত, আছে কুন্দমালা তার। যাহার সৌরভে, সুবাসিত সবে, হইয়াছে একান্তার। ওঁহে প্রাণসখি, গোপী দুঃখে দুঃখি, হও তুমি এক ক্ষণ। গোপী কুলপতি,কোথায় বসতি, করে কহ সে কথন । বাহুং প্রিয়াংসউপধায় গৃহীতপদ্মোরামানুজস্তুললিকালিকুলৈম দান্ধৈঃ । অন্ধীয়মানইহবস্তরবঃ প্রণামং কিম্বাভিনন্দতি চরণ প্রণয়াবলোকৈঃ ॥ ১২ 1 . * যখন হরিণী, না কহিল বাণী, তখন রমণীচয়। তারে উপে খিয়ে, চলিল ধাইয়ে, বিরহে ব্যাকুলাসয়। ভাবে মনে২, বিচ্ছেদ বেদনে, হরিণীর মাহি জ্ঞান এহেতু সকলে, কিছু নাহি বলে, তবে যাই অন্য স্থান। এৰূপ ভাবিতে, ভ্ৰমিতে,২ হে । রিতেছে স্বনয়নে। পুষ্প ফলে নত, তরুগণ যত, রহিয়াছে