পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৬ ' ঐরাসবিলাস । সবে পথে চলিতে২। লতা দেখি পরস্পর লাগিলা কহিতে ॥ হের দেখ, সখি এই লতিক সংহতি। মুঞ্জরী পুষ্পেতে মুশোতিত হয় অতি। অনুমাৰুিরুক্ষকর কমল নখর। পরশে পুলক ধরে লতাকলেবর ॥ কেহ বলে তাহা না সম্ভবে কদা.চন। যেহেতু করেছে পতি বাহু আলম্বনণ বৃক্ষগণ হয় লতা সমূহের পতি। তাছার পরশে পুলকিত অঙ্গ অতি। অন্য কহে সখি তোর ব্যর্থ এই বাণী। পতির পরশে এত,পুলক না মানি ॥ " অবশ্ব ঐকৃষ্ণ সবে করিলা স্পর্শন। নহে কেন পুলকিত ইহার এমন। অজ্ঞএব জিজ্ঞাসা করহ লতাগণে । কোন পথে কৃষ্ণধন করিল গমনে। ইতু্যন্মত্তবচোগোপ্যঃ কৃষ্ণান্বেষণকাতরঃ , * লীলাভগবতস্তাস্তাহমুচক্ৰ স্তদায়িকাঃ ; : 8 || এইৰূপে গোপীগণ উন্মত্ত বচনে। . কৃষ্ণের সন্দেশ পুছে তরুলতাগণে ॥ যে সবার নাহি বুদ্ধি বাক্যের উদয়। তাদিগে জিজ্ঞাসা কর প্রেমোন্মাদ হয় ৷ সৰ্ব্বচিত্ত আকর্ষক হয়েন যে হরি। র্তার অন্বেষণেতে কাতরা ব্রজনারী। অতএব তাহে বুদ্ধি করি সমর্পণ। করিতে লাগিলা কৃষ্ণ-লীলানুকরণ । এহ নহে গোপিকার স্বচ্ছন্দ রচিত। প্রেমে পরবশ যাহে গোপিকার চিত। . . . . কস্তাশ্চিৎ পূতনায়ন্ত্যাঃ কৃষ্ণায়ন্ত্যপিবৃৎ স্তনং। তোকায়িত্ব রুদন্ত্যন্য পদাহনৃ শকটায়র্তীং ॥ ১৫ ॥ কোন গোপনারী হয় পূতন সমান। কেহ কৃষ্ণ হয়ে তার করে স্তন পান। কোন গোপী নিজে মানে শকট বলিয়া । শিশু কৃষ্ণাবেশে অন্যে ফেলয়ে ঠেলিয়া। কেবল ভাবন মাত্রে গোপিকার গণ। এইৰূপে করে কৃষ্ণ লীলানকরণ ॥