পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o

Woo - ঐরাসবিলাস | ঈর্ষ তাসবার মনে ॥ অধিকন্তু নিজে তেন ভাগ্যহীন জানি । হয়ে ছিল গোপীগণ অধিক তাপিনী। কস্তাঃ পদানি চৈতানি বাতায়ানন্দস্থহন। অংসন্যস্তপ্রকোষ্ঠায়াঃ করেণোঃ কারণ যথা। ২৫ । , কহে সখি দেখ’কৃষ্ণপদচিহ্নপাশে। কার পদচিহ্ন এই জানহ বিশেষে ॥ কৃষ্ণের কমল কর করি অলিম্বন । কোন ভাগ্যবতী সঙ্গে করেছে গমন ॥ যূেন করী সঙ্গে২ চলয়ে কার ቖ ! হেন মতে কৃষ্ণসঙ্গে গেল কেন জানি ॥ অনয়ারাধিতোমুনং ভগবান হরিরীশ্বরঃ । যন্নোবিহায় গো বিন্দঃ প্রীতোযামানয়দ্রহঃ ॥ ২৬ ॥ - - তবে তারা নানা মত করি বিবেচন। কৃষ্ণসঙ্গে গেল রাধা জানিল কারণ। তাহে তারা কহিতেছে সবে পরস্পর রাধাপ্রেমাধীন কৃষ্ণ মনি অতঃপর ॥ এবে জানিলাম মোরা রাধিক সুন্দরী। বশীভূত কৈল কৃষ্ণে আরাধনা করি। যাহে আমাসবে তেজি গোকুলের মণি। প্রণয়েতে রাধা লয়ে গেল সে আপুনি। কাননে নিৰ্জ্জন পেয়ে তাহার সহিত। করে নানা রস কেলি যাতে তার প্রীত । w ধন্যাঅহে অমী আলো গোবিন্দালুক্তিয়েণবঃ। যান ব্রহ্মেশোরমাদেবী দখুমুগ্ধ ঘছুক্তয়ে ॥২৭ ওহে সখি বিবেচিয়া দেখ দেখি সবোঁ কৃষ্ণপাদপদ্মরজ ধন্য বুঝি ভাবে। ব্ৰহ্মা শিব যাহা শিরে করয়ে ধারণ। নিজ অপরাধচয় করিতে গাজ্জন। রাধিকাও সেই ধূলি মন্তকে ধরি ল। ষাহে কৃষ্ণ তার অপরাধ ক্ষমাপল আমরাও সেই ধূলি মস্তকে ধরিব নিজ২ অপরাধ মাৰ্জ্জন করিব। যেই o