পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস । । ግፍ শুকদেব কহিছেন শুন হে রাজন। এইৰূপ গান করি গোপিকারগণ ॥ বিবিধ প্রলাপ বাক্য বলয়ে বিরহে । সুস্বর রোদন সহ নেত্রে ধারা বহে। কৃষ্ণের দর্শনমাত্র মনেতে লালসJ.গোপীগণ প্রেমোহ্মদে হয়েছে অবশ। তাসামাবিরভূচ্ছেরি স্বয়মানমুখাম্বুজুঃ । পীতাম্বরধরঃ उषधैौ जांश्कबिंबधषश्रर्थः ॥ ९॥ - তাদের বিরহ আর প্রলাপ বচন শুনিয়াসরোঞ্জনেত্র ব্রজেন্দ্র নন্দন তা সবার মধ্যে আসি হইল প্রকাশ। বদন অম্বুজে মৃদ্ধ মুমধুর হাস। দ্রুত আগমনে মুনিৰ্ম্মল পীতাম্বরে।.গলিত দেখিয়া নিজ ঐহস্তেতে ধরে। কিম্বা গোপীগণে যেই দিল ক . দর্থন। করাইতে সেই অপরাধ ক্ষমাপন। পীতাম্বর গলদেশে ধরিয়া ঐহরি। উপনীত হৈল যথা সব ব্ৰজনারী। কিবা বক্ষস্থলে বিলম্বিত কুন্দহার। হেরিলে নয়নেকার নহে চমৎকার। অধিক বর্ণিব কি সে ৰূপের মাধুর্য্য। মন্মথের মন মথে যাহার लोकवf । । - তং ৰিলোকীগুতং প্রেষ্ঠং প্রত্যুৎফুলস্থশোহবলঃ। উত্ত- ' হুযুগপৎ সর্রান্তৰং প্রাণস্তিাগতং ৩। তবে গৈাপীগণ কুষ্ণে হেরিয়া নয়নে। উৎফুল্ল হইল নেত্র প্রেষ্ঠ আগমনে (বরহ দুখেতে বল নাছিল সবার। তথাপি উঠিলা সবে হয়ে চমৎকার "মৃত দেহে হৈলে যেন প্রাণ সঞ্চ রণ। ক্রিয়াবান হয় সব ইন্দ্রয়েরগণ। স্বাভাৰিক প্রাণুধন কৃষ্ণ • গোপিকার।. তার অদর্শনে ছিল দেহ মাত্র সার। পরে সুর సి কুষ্ণে আসিতে দেখিয়ে। প্রাশাগত দেহ প্রায় উঠে সুখি ; ८झ ॥