পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়—সন্ন্যাসে নাপিত প্রভু। কেন হরিদাস, আমার অপরাধ কি ? হরি। আমিই তোমার চরণে কি অপরাধ করেছি ঠাকুর, ষে, জগতে এত নাপিত থাকৃতে আমাকেই বধ করতে তোমার বাসনা হ’ল ? প্রভু। নাপিত, এরূপ বলিয়া আমাকে আর কষ্ট দিও লা । আমাকে খালাস কর, তোমার বংশবৃদ্ধি হবে, তোমার সুখ সৌভাগ্য হবে— হুরি। “মোর ভাগ্যনাশ প্রভূ যাউক সৰ্ব্বথা । কেমনে বা হাত দিব তোমার মাথায় ॥ যদি মোর কুষ্ঠ হয় গলি যায় অঙ্গ । বংশ ঘোর নরকে যাক শুনহ গৌরাঙ্গ ।” প্রভূ । হরিদাস, আমি তোমায় মিনতি করছি, আমায় এ যাত্র উদ্ধার কর । * হরি। বলছ কি ? ওই মাথায় আমি হাত দেব ?—ওই সুন্দর কেশ আমি কাটুব ? আম হ’তে হবে না ঠাকুর, তুমি অল্প নাপিত দেখ । প্রভু। হরিদাস, আমায় খালাস কর, তোমার ধৰ্ম্ম হবে, পুণ্য হবে। হরি। যারা ধৰ্ম্ম পুণ্য চায়, তাদের তুমি সে লোভ দেখাও গে—আমি ও সব চাই না । br総