পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী প্রভু। আমি কাঙ্গাল, আমি তোমায় কি দিতে পারি হরিদাস ? - হরি । তোমার সোণ রূপ কে চায় ঠাকুর ? এক ঘড়ী মোহর দিলেও আমার দ্বারা ও কাজ হবে না। প্রভু। হরিদাস, তুমি অক্ষয় স্বৰ্গলাভ করবে—বৈকুণ্ঠে যাবে—- হরি । সেই লোভ দেখিয়ে বুঝি এই শুক্নো সন্ন্যাসীকে বশ করেছ? আমার কাছে ও-সব চলবে না। আমি তোমার স্বৰ্গ-টর্গ, ধৰ্ম্ম-পুণ্য, মুখ-সৌভাগ্য কিছুই চাই না—তুমি আর কাউকে ধরে এনে দা ও গে। প্রভু। তবে কি হরিদাস, আমার সন্ন্যাস লওয়া হবে না ? হরি। তুমি এক কাজ কর,—সন্ন্যাস নিতে চাও লও, কিন্তু ক্ষৌরি করে না । প্রভু। সে কি হয়, হরিদাস ? আগে মুগুন, তা’রপর সন্ন্যাস । হরি। তবে আর তোমার সন্ন্যাস লওয়া হ’ল না । আমি যথন পারব না, তখন আর যে কোনও নাপিতে তোমার মাথায় হাত দিতে সাহস করবে, তা মনে হয় না। তুমি ক্ষেরির আশা ত্যাগ কর । প্রভু প্রেমের নিকট পরাস্ত হইলেন। জ্ঞান, স্বর্গ কামনা وناميb .