পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী প্রভু। “না করিও নিজ বৃত্তি শুন হরিদাস। " কুষ্ণের প্রসাদে জন্ম গোয়াইবে হুখে, অস্ত কালেতে গমন হবে বিষ্ণুলোকে ॥” নাপিত যখন প্রভুকে মুগুন করিতে সন্মত হইল, তখন আবার বিষাদ আসিয়া জনতাকে সমাচ্ছন্ন করিল। কিন্তু আর উপায় নাই তখন কয়েকজন বলিষ্ঠকায় যুবক ভারতীকে বেষ্টন করিল। তাহাদের মধ্যে একজন বলিল, “এখানে মারিও না, গঙ্গার অপর • পারে লইয়া চল ।” ভারতী তখন চীৎকার করিয়া কাদিতে কাদিতে বলিলেন, “আমাকে সত্বর বধ কর, বধ করে আমাকে এ যন্ত্রণ হ’তে মুক্ত কর। আমি প্রতিক্ষণে মৃতু্যযন্ত্রণা ভোগ করছি—আর পারি না । আমাকে বধ কর, কে কোথায় আমার হিতকাম সুহৃদ আছ, আমাকে বধ কর ।” * তখন যুবকের দল পিছাইয়া গেল। প্রভু নাপিতের অগ্রে বসিলেন । হরিদাস প্রভূর মাথায় হাত দিবার পূৰ্ব্বে র্তাহার চরণে হাত দিলেন । স্পর্শ মাত্রেই বিহবল । হরিদাসের দেহ কঁাপিতে লাগিল, নয়নদ্বয় অশ্রশ্লাধিত হইল, তিনি আর চোখে । দেখিতে পাইলেন না, স্থির হইয়া বসিতে পারিলেন না—উঠিয়া brbr