পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়—সন্ন্যাসে নাপিত নৃত্য আরম্ভ করিলেন। প্রভূই আবার তাহার অঙ্গে শ্ৰীহস্ত বুলাইয় তাহাকে শান্ত করিলেন। কিন্তু প্রভু নিজে অশাস্ত হইয়। উঠিলেন—উঠিয়া নৃত্য আরম্ভ করিলেন। আনন্দোচ্ছ্বাসে তাহার দেহ কম্পিত ; সংসার আত্মীয়স্বজনের বন্ধন হইতে মুক্ত হইবেন, তরুতলাশ্রয়ী ভিক্ষাজীবী হইবেন, তাই বুঝি আজ তাহার এত জানন । , হরিদাস কম্পিত হস্তে ক্ষেীর কার্য্য আরম্ভ করিলেন। মুকুন গান ধরিলেন— - জাহ্নবী উঠিছে দেখ ফুলিয়া ফুলিম, । কত ব্যথা হৃদে চেপে উঠিছে মা কঁদিয়া । । ( শ্বে ) চরণ হ’তে এসেছে মা, ( সে ) চরণে পড়িয়া জননী জানাতে ব্যখা আসিছে উথলিয় । তরুশাখা দুখভারে পড়েছে গো হেলিয়া, নীরবেতে কত কাদে ঝরিয়া ঝরিয়া । বিহঙ্গম নীড় ত্যজি উড়ে গেল ছুটির, হ{ ছ। রবে স্থল জল গগন বিদারিয়া । দেৰগণ আকাশেতে আসিছে গো চুটিয়া, ধরণী ভিজাল দেখ কঁদিয়৷ কঁাদিয়া । ত্রিজগৎ স্তন্ধ হ’ল মরমেন্তে মরিয়া, ত্রিভুবন-নাখে আজি ভিখারী দেখিয়া । byసె