পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী সঙ্গীত শুনিতে লাগিলেন। দরবেশ গাইতে গাইতে সম্ভবত দূরে সরিয়া গিয়াছিল ; সঙ্গীতধ্বনি তাহার কর্ণে আর পন্থছিল না। অমর বাস্ত হইয়া শয্যাত্যাগ করিলেন এবং সদর বাটীতে আসিয়া দরবেশের অনুসন্ধানে চতুদিকে লোক প্রেরণ করিলেন । কিন্তু দরবেশের অনুসন্ধান কোথাও পাওয়া গেল না—একে একে সকলে ফিরিয়া আসিল । তখন সহসা অমরের মনে আঘাত করিল, এ দরবেশ ত মানুষ নয় ! এ দরবেশ অন্তরীক্ষে থাকিয়৷ অমরকে জাগাইতে আসিয়াছিলেন। যদি তাহার দেহ পঞ্চভূতে গঠিত হইত, তবে তাকে কেন খুজিয়া পাওয়া যাইবে না ? ইনি নিশ্চয় প্রভুর প্রেরিত কোন মহাত্মা । এইরূপ সিদ্ধান্ত করিয়া তিনি অতি প্রফুল্প মনে সন্তোষকে ডাকিতে পাঠাইলেন । তিনি আসিলে অমর হর্ষ-গদগদকণ্ঠে কহিলেন, “সন্ধু, এতদিনে প্রভূর বুঝি এ হতভাগ্যদের স্মরণ হয়েছে ।” সন্তোষ ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন, “কি হয়েছে দাদা ? কিসে বুঝলে ?” অমর | প্রভু আজ দূত পাঠিয়েছিলেন । সন্তোষ । দূত ? কই ? অমর । তাহাকে পাওয়া গেল না । তিনি আমাকে জাগাতে এসেছিলেন ; কাজ শেষ করে কোথায় অন্তৰ্দ্ধান করলেন, তা আর জানা গেল না । సె8