পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী সন্তোষ। এমন কপাল আমাদের আবার হবে যে, তিনি এসে আমাদের খুজে নেবেন ! অমর । হ’বে—নিশ্চয় হ’বে ; তা’র পরিচয় আজ পেয়েছি : ভগবান এইরূপেই ইঙ্গিত করেন । সন্তোষ ক্ষণকাল নীরব থাকিয় কছিলেন, “কিন্তু উড়িষ্যা হ’তে প্রভু এ দেশে আসিবেনই বা কি প্রকারে, তথায় বুঝি আবার গোল বাধে ।” অমর। সে কি ! উড়িষ্যায় গোল ? - - - সন্তোষ। প্রভু সন্ন্যাস নিয়ে উড়িষ্যায় বাস করবার পর, তুমি হুকুম দিয়েছিলে, একটী মুসলমানও যেন উড়িষ্যায় প্রবেশ না করে । অমর। সে হুকুম কেহ অমান্ত করেছে ? সন্তোষ । আজও করে নাই, কিন্তু করবার উপক্রম করেছে। অমর। কার এত বড় স্পৰ্দ্ধা ! প্রভু আমার নীলাচলে, কেহ যদি তাহকে ত্যক্ত করতে সেখানে যায়, তা হলে তা’র আর নিস্তার নেই—সে যত বড়ই হো’ক না কেন, তা’কে আমি ধ্বংস করব । সন্তোষ । আর যদি সুলতান স্বয়ং যান ? অমর। তা’ হ’লে তারও নিস্তার নেই ; দিল্লীকে আহবান করে, গৌড় তাকে দেব। Ste