পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী অমর । তা’কে আহবান করব—প্রকাশু দরবারে দাড় । করবে ; সুলতানকে আর সব প্রজাদের বুঝাব যে, সেনাপতি একটা স্বতন্ত্র স্বাধীন রাজ্য স্থাপন করবার মতলবে রাজ্য প্রাস্তুে দুর্গ বাধছেন, আর সৈন্ত সংগ্রহ করছেন । এই ষড়যন্ত্রে রাজ্যের বড় বড় ওমরাহদের যোগ আছে, এ কথাও দরবারে বলব । তখন আর কোনও ওমরাহ সাহস ক’রে সেনাপতির রক্ষার্থে বাঙ = নিষ্পত্তি করবে না । মুহূৰ্ত্ত কাল আর বিলম্ব না করে জল্লাদ দিয়ে রাজবিদ্রোহীর শিরশেছদ করব । মুগ্ধনয়নে ক্ষণকাল অমরের গানে চাহিয়া থাকিয় সন্তোষ বলিলেন, “দাদা, তুমি সব পার । মাথায় তোমার কি শক্তি ! এই শক্তি যদি ভগবানের চরণ চিন্তায় নিয়োজিত হ’ত, তা’হ’লে তিনি ত তোমায় দর্শন না দিয়ে থাকৃতে পারতেন না ।” - অমর। ভুল করো না ভাই । এ শক্তির মালিক তিনি, আমি নই। যখন তিনি যে কাজে এই শক্তিকে নিয়োজিত করবেন, তখন শক্তি সেই দিকে চালিত হবে। আমি কে সনু ? এমন সময় ভূত্য অধর আসিয়া সংবাদ দিল, নীলাচল হ’তে এক ব্রাহ্মণ এসেছেন ; তিনি দর্শন-প্রার্থ—দ্বারে দণ্ডায়মান। উভয়ে সমস্বরে চীৎকার করিয়া উঠিলেন, “নীলাচল হ’তে ? কই সে ব্রাহ্মণ ?” বলিতে বলিতে নিজেরাই আত্মহারা হইয়। ছুটিলেন এবং স্বল্পকাল মধ্যে ব্রাহ্মণকে সঙ্গে লইয়া ফিরিলেন।

、bア