পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o প্রথম অধ্যায়–অমরের বৈরাগ্য ও আশা ব্রাহ্মণের বয়স অনেক ; কিন্তু তিনি বেশ সুস্থ ও সবল । শান্তি ও আনন্দ তাহার বদনমণ্ডলে বিরাজ করিতেছিল। কিন্তু অভ্যর্থনার গতিকে তাহার শান্তিটুকু অন্তৰ্হিত হইল। দুই ভাই দুই হাত ধরিয়া সৰ্ব্বশোভাময় কক্ষ মধ্যে মহাৰ্ঘ আসনের উপর আনিয়া ব্রাহ্মণকে যখন বসাইলেন, তখন তিনি বড়ই বিব্রত হইয় পড়িলেন । গৃহের সে রকম সাজ-সজ্জা কথন তিনি দেখেন নাই ; প্রাচীর গাত্র চিত্রিত, কক্ষ যুড়িয়া মহামূল্যবান সুকোমল গালিচা ব্রাহ্মণের চরণযুগল কর্দম-লিপ্ত, তিনি কিরূপে চরণ খানি সেই গালিচার উপর স্থাপন করিবেন, এই চিন্তায় তিনি বড়ই বিব্রত হইয়। পড়িলেন। অমর ও সন্তোষ প্রশ্নের উপর প্রশ্ন জিজ্ঞাসা করিয়৷ যাইতেছেন, “প্রভূর সংবাদ কি ? তিনি কোথায় ? নীলাচলে ফিরেছেন ?? কিন্তু ব্রাহ্মণ চরণ দুখানি ইয়। এতই বিব্রত যে, প্রশ্ন রাশির অর্থ তাহার হৃদয়ঙ্গম হইল না। যখন অমর তাহার কর্দমলিপ্ত চরণ গালিচার উপর টানিয়া আনিয়া পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিলেন, “দয়া ক’রে বলুন, প্রভূ কোথায়,” তখন ব্রাহ্মণ সহস্তে বদনে উত্তর করিলেন, “নীলাচলে।” একটা সোয়াস্তির নিশ্বাস দুই ভাইয়ের বুকের ভিতর হইতে বাহির হইল। তPর পরই আবার প্রশ্নের রাশি বুকের ভিতর সঞ্জাত হইতে 1াগিল। অমর জিজ্ঞাসা করিলেন, “প্রভু কি আমাদের স্মরণ করেছেন ?” సిన