পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐসনাতন গোস্বামী সন্তোষ । প্রভু কি আমাদের তার নিকট যেতে বলেছেন ? অমর। প্রভু কি আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন ? সন্তোষ । আপনি কি প্রভুর কাছ হ’তে আসছেন ? অমর | প্রভু কি আমাদের পত্র পেয়েছেন ? সরল ব্রাহ্মণ প্রশ্নরাশি কর্তৃক পীড়িত হইয়া বলিলেন, “বাবা, আমি বুড়া মানুষ ; প্রভু কি করেন, কি বলেন, কি স্মরণ করেন, অত আমি বুঝতে পারি না। আমি শুধু দূরে বসে প্রভূর মুখচন্দ্র পানে চেয়ে থাকি । সে সুখও আমার গেল ; দামোদর বললেন, দু’খান। পত্র নিয়ে যাও,—একখানা কাশীতে প্রকাশনন্দ সরস্বতীকে দিও, আর একখানা গৌড়ের মন্ত্রী সাকর মল্লিককে দি ও । আর—” “প্ৰভু আমাদের চিঠি দিয়েছেন ? কই কই ?” উত্তরীয়-প্রান্তে পত্রদ্বয় দৃঢ়রূপে বাধা ছিল ; ব্রাহ্মণকে কঠিন বন্ধন খুলিবার উপযুক্ত অবসর না দিয়া অমর বস্ত্র ছিন্ন করত পত্রদ্বয় উন্মুক্ত করিলেন ; এবং নিজের শিরোনামাঙ্কিত পত্ৰখানি লইয়। মাথায় ধারণ করিলেন। তারপর সাশ্রনয়নে পত্ৰখানি সন্তোষের শিরোপরি রক্ষা করত কহিলেন, “ভাই, পবিত্র হও ।” যখন একটু প্রকৃতিস্থ হইলেন, তখন পত্র পাঠ করিলেন ; পত্রে লেখা ছিল— > o. o