পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়--রঘুনাথ–সংসার অরণ্যে পরব্যসনিনী নারী ব্যগ্রাপি গৃহকৰ্ম্মস্থ । তদেব স্বাদয়ত্যন্তর্নবসঙ্গ রসায়নম্। * “আর ভয় নাই—ভয় নাই, প্রভু কৃপা করেছেন।” বলিতে বলিতে অমর মূৰ্ছিত হইয়া পড়িলেন । 6 х]> & o سم- ::: سس-- & দ্বিতীয় অধ্যায় রঘুনাথ–সংসার-অরণ্যে “ওই যে বাবা, কে গান গেয়ে যায়।” গোবৰ্দ্ধন উত্তর করিলেন, “কোথায় আবার কে গান গাচ্ছে ?” রঘু। ওই শোন না বাবা ; ওই যে বলছে, ‘কে আছ প্রেমের কাঙ্গাল প্রেম নিবি আয় ; বাবা, বাবা, আমায় ছেড়ে দেও, আমি একবার গায়ককে দেখে আসি । & গোব। কেউ গান করছে না, তোমার মাথা খারাপ হয়েছে। ।

  • ভাবার্থ-পরাধীন রমণী গৃহকৰ্ম্মে ব্যাপৃত থাকিয়াও যেমন নবসঙ্গের রস অন্তরে আস্বাদন করে, সেইরূপ বিষয় কৰ্ম্মে ব্যাপৃত থাকিয়াও ঈশ্বরের চরণ ; চিন্তা করিবে । j

$ e >