পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী রঘু। ওই শোন বাবা, আকাশে স্বর ভেসে বেড়াচ্ছে—স্পষ্ট শুনছি ; কেন তুমি শুনতে পাচ্ছ না ? শোন— অদৃশ্য থাকিয় কে দূরে গাইতেছিলেন— কে আছ প্রেমের কাঙ্গল প্রেম নিবি অীয়, *...* গোলোক হইতে গোরা এসেছে ধরায় ॥ হরি বলে বাহু তুলে নেচে নেচে যায়, প্রেমেতে পাগল হ’য়ে হরি বলে ধায়। কে কোথায় পাপী তাপী আয় ছুটে আয়, ন চাইতে প্রেম সে যে দু'হাতে বিলায় ॥ রঘু। শুনলে বাবা ? চল না আমরা ছুটে সেই দয়ালের কাছে যাই। আমি যে বড় কাঙ্গাল । গোব। তুমি কিসের ক্যঙ্গাল ? এই ধনদৌলত, রাজত্ব সব সে তোমার। তুমি আমাদের বংশের দুলাল, তুমি ইচ্ছা করলে হাজার হাজার গোলাম রেখে ইন্দ্রের বৈভব ভোগ করতে পার । দুঃখ কিসের বাবা ? রঘু। দুঃখ অনেক বাবা ; তুমি পিতা হয়ে তা বুঝলে না, এও একটা মস্ত দুঃখ । গোব। আমি ত বুঝলুম না, দেখি বউ-মা যদি বুঝতে পারেন। আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। `s ०२