পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়—রঘুনাথ–সংসার-অরণ্যে রঘু। ক্ষমা কর বাবা, এ কয়েদখানায় তুমি বরং পাহারা দেও, সে ভাল, কিন্তু তা’কে পাঠিও না । গোব । কেন, বউ-মাকে পছন্দ হয় না নকি ? বল যদি তোমার হাজারটা বিয়ে এখনি দি—বউয়ের অভাব কি ? রাজার ছেলের সঙ্গে বিয়ে দিতে সকলেই পায়ে ধরে সাধবে । কিন্তু এ কথাও বলি, আমার বউ-মার মত সুন্দরী ও বুদ্ধিমতী মেয়ে ভূ-ভারতে নেই। গোবৰ্দ্ধন প্রস্থান করিলেন ; এবং অচিরে বধুমাতা আসিয়া দর্শন দিলেন। তাহার নাম, ইল্ললা ; বয়স পঞ্চদশ বৎসর ; বর্ণ স্বৰ্য্যকিরণতুল্য সমুজ্জল। তাহার অঙ্গের অলঙ্কার রাজরাণীরও অভিলষণীয়, পরিধৗত বসন স্বর্ণখচিত । সমস্ত ঘর আলো করিয়া তিনি স্বামীর সম্মুখে আসিয়া দাড়াইলেন । সপ্তদশবর্ষীয় যুবক, অসামান্ত রূপবর্তী যুবতী ভাৰ্য্যার পানে চাহিয়াও দেখিলেন না। ক্লান্ত ও অবসর দেহ মন লইয়া তিনি বাতায়ন-মুক্ত আকাশ-পানে চাহিয়৷ রহিলেন। ইল্ললা বলিলেন, “আমাকে নাকি তোমার পছন্দ হয় না— আবার বিয়ে করবে নাকি ?” রঘু। ইল্ললা, ক্ষান্ত দেও ; ও সব কথা আমার ভাল লাগে না। ইল্ললা । আমার কথা ত তোমার কোন কালেই ভাল লাগে না । ধৰ্ম্ম কৰ্ম্ম ত ক’রে বেড়াও, এ দিকে ঠাকুরের কাছে আবার বিয়ের আদারটা করা হয়েছে ; আমি লুকিয়ে সব শুনেছি। ω ο Φ