পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়—রঘুনাথ—সংসার-অরণ্যে ফুলের চেয়েও কোমল। তবে কি করব ? অামার বুক পেতে দেব ? এক পা আমার বুকে, আর এক পা আমার মাথার উপর রেখে যাবেন ? না, ত’তে প্রভু আরাম পাবেন না ; আমার দেহ বড় কঠিন । আচ্ছা, রাস্তার দু’ধার কি দিয়ে সজাব ? গাছ দিয়ে—কদম্ব আর তমল গাছ দিয়ে ; তমালের সঙ্গে জড়িয়ে দেব মালতী। গাছময় ফুল, আর পথময় গাছ। প্ৰভু যে আমার কদম্ব ও তমাল বড় ভালবাসেন । আর পথের পাশে দুই ধীরে ছোট ছোট ফুলের গাছ থাকবে, গাছের পাতায় পাতায় ফুল ; ভু যেমন অগ্রসর হ’বেন, আর গাছ হেলে পড়ে প্রভুর চরণের উপর পড়বে ; আহা, তাদেরও জন্ম সার্থক হবে । আচ্ছা, সে যেন হ’ল ; কিন্তু তার মুখচন্দ্র যে ভানুতাপে ক্লিষ্ট হবে, তা’র উপায় কি ? তিনি ত ছত্র ধরতে দেবেন না ; সন্ন্যাসীকে ছত্র ব্যবহার করতে নাই। হায় হয়, আমি যদি গাছ হতুম, বংশীবট হতুম, তাহলে তার শ্র-অঙ্গ ঢেকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে যেতুম। কিন্তু আমি কি পুণ্য করেছি যে, আমার দেহ প্রভুর কাজে লাগবে ” “রঘুনাথ, গান শুনবে এস—রাজ্যের গায়ক এনেছি।” রঘুনাথের ধান ভঙ্গ হইল—তিনি চমকিয়া উঠিলেন। চাহিয়৷ দেখিলেন, পিতা দ্বারদেশে । ইচ্ছা নাও থাকিলে আদেশ পালন করিতে উঠিলেন। to ... to 一ー乙来る So q