পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় প্রভু রামকেলিতে সত্যই প্রভু অগণ্য লোক সমভিব্যহারে বৃন্দাবনের পথ ধরিয়া চলিয়ছেন । পথ গঙ্গর ধীরে ধারে । পৌষ মাস, দারুণ শীত ; কিন্তু কাহার ও শীতানুভব নাই। কীৰ্ত্তন যে অঞ্চলে হয়, সে স্থলে শীত থাকিতে পারে না। কীৰ্ত্তন চলিলে, নৃত্যও তাহার অনুগামী হইবে । বিপুল আনন্দে মুহুমুহুঁ হরি হরি ধ্বনিতে দিকৃদিগন্ত মুখরিত করিয়া অসংখ্য ভক্ত প্রভূর সঙ্গে চলিয়ছেন । সে গ্রামের ভিতর দিয়৷ যাইতেছেন, সে গ্রামের লোক মহা উৎসাহে ভিক্ষ দিতেছেন । যে কাঙ্গল, সে ভিক্ষা করিয়! ভিক্ষণ দিতেছে, আর জীবন ধন্ত করিতেছে। ভিক্ষা দিয়া হরিপ্রেমে উন্মত্ত হইয়া গ্রামবাসীরা প্রভূর সঙ্গে সঙ্গে চলিতেছে। এইরূপে জনস্রোতঃ বিপুল আকার ধারণ করিয়া গৌড়ের দ্বারে গিয়া পহুছিল। প্রভু রামকেলিতে উপনীত হইয়া তমাল বৃক্ষতলে আসন করিলেন । * - লক্ষ লোকের কলরব সুলতানের কাণে প্রবিষ্ট হইল। সুলতান সভয়ে মন্ত্রী কেশব ছল্লিকে বলিলেন, “ব্যাপার কি, দেখে এস।”

  • বর্তমান মালদহ সহর হইতে রামকেলি চারিক্রোশ দূরে অবস্থিত ।

> ● ゲ