পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐসনাতন গোস্বামী নাম নিলে একদিন তার ফল পাবেন । কিন্তু কড়ি ধরে থাকূলে আল্লাকে পাওয়া যায় না । আমি এখন ভগবানকে ভুলে আপনার নক্রি করছি, কিন্তু যে দিন তিনি মেহেরবাণী ক’রে আমাকে ডাক্বেন, সে দিন আপনার নক্রিতে ইস্তফা দিয়ে নেংটি পরে চলে যাব। - - * , , , স্কুল। তুমি এই উজিরি পদ, এই ধন-দৌলত ছেড়ে কখন চলে যেতে পারবে ? অমর। যদি পারি সুলতান, আমায় ছুটী দেবেন ? স্কুল। তা’ বলতে পারি না ; আমার মনে হয়, তোমায় ছাড়লে আমার রাজ্য চলবে না—তোমার বুদ্ধিকৌশলে আমার রাজ্যের এই শ্ৰীবৃদ্ধি । অমর। অামি আর কি করেছি সুলতান, আমার মত আপনার শত শত গোলাম আছে । সুল। তা’ নেই সাকর। তুমি যদি ইসমাইল গাজির চক্রাস্ত ধরে না দিতে, তাহলে সে আজ আমায় মেরে সিংহাসনে বসত। সে যে রকম অসংখ্য বন্ধু ও সৈন্ত নিয়ে প্রবল হ’য়েছিল, তা’র গায়ে হাত দিতেও আমার সাহস হ’ত না । তুমি অদ্ভুত কৌশলে মুহূর্তে তা’কে ধ্বংস করলে । অমর। সে যাই হো’ক জাহাপনা, আমার আবেদন রইল, ছুটী চাইলে ছুটী পাব। Y H R