পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় –প্ৰভু রামকেলিতে সুলতান । তুমি যা চাইবে উজির সাহেব, তোমাকে তাই দেব, কিন্তু ছুটী দিতে পারব না । উজীর সাহেব দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ পূৰ্ব্বক প্রস্থান করিলেন । তাহার অগ্র পশ্চাৎ সহস্ৰ অশ্বারোহী শরীর-রক্ষীরূপে চলিল । তাহার অঙ্গে বহুমূল্য পরিচ্ছদ, কিন্তু তিনি অস্তরে দীন। দর্শকের ভাবিতেছিল, উজির সাহেব কত বড় । তার অমরনাথ ভাবিতেছিলেন, আমি কত ছোট—কত কাঙ্গাল ! উজির প্রস্থান করিলে সুলতান, কেশব থাকে বলিলেন, “আমি একবার এই হিন্দু ফকিরকে দেখতে ইচ্ছা করি । কেশবের ভয় হইল, পাছে সুলতান, প্রভূর কোনও অনিষ্ট করেন। কৌশল করিয়া বলিলেন, “আজ থাক্, কাল তাকে এক সময় নিয়ে আসব।” সুলতান । বেশ, তাই হবে । আমার রাজ্যে তিনি অতিথিরূপে এসেছেন ; আমি তাকে বিরক্ত করব না, অপর কাউকে করতে ও দেব না । তথাপি সুলতানের হিন্দু কৰ্ম্মচারীরা নিরুদ্বেগ হইলেন না । প্রভুকে সত্বর রাজধানী ছাড়িয়া যাইবার জন্ত অনুরোধ করিবেন, স্থির করিলেন । > > ○