পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় রূপ সনাতন গভীর রাত্রি। প্রভূ ভাবে বিভোর । নিত্যানন্দ প্রভৃতি মহাজনের প্রভুকে বেষ্টন করিয়া তমালতলায় উপবিষ্ট । অসংখ্য ভক্তেরা চতুর্দিকে প্রায় ক্রোশব্যাপী স্থান যুড়িয়া হরিনাম করিতেছেন। দারুণ শীত। শীত নিবারণার্থে মধ্যে মধ্যে ধূনি জলিতেছে। আবার স্থানে স্থানে কীৰ্ত্তন চলিতেছে, নৃত্যও হইতেছে । কয়েকট। খোল করতাল আসিয়া যুটিয়াছে। মুহু মুহু প্রবল হুঙ্কারও আকাশ ফাটাইয়া তুলিতেছে। বিধৰ্ম্মী রাজার দুয়ারে আসিয়া হরিধ্বনি করিতে কাহারও সঙ্কোচ বা ভয় নাই। র্তাহারা জানেন, র্তাহারা প্রভুর সেবক, সুতরাং অন্ত কাহাকেও ভয় করিতে তাহারা জানেন না । আহাৰ্য্য প্রচুর আসিয়াছে। কে দিয়াছে, কোথা হইতে আসিয়াছে, সে সংবাদ কেহ রাখেন নাই। সুমিষ্ট কদলী ও বহুবিধ মিষ্টার সহযোগে দধি ও ক্ষীরের সদ্ব্যবহার করিয়া তাহারা পরিতৃপ্ত। দাতা কে, সে সংবাদ রাখিবার প্রয়োজনীয়তা তাহারা দেখেন নাই। তবে দাতার উদ্দেশে আশীৰ্ব্বাদ করিয়া বলিয়াছিলেন, “তোমার কৃষ্ণ প্রেম হউক ।” > > 8 اشج: &