পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়-রুপ সনাতন লক্ষ হৃদয়ের আশীৰ্ব্বাদ বিফল হয় নাই—সেই আশীৰ্ব্বাদ হইতে সনাতনের জন্ম হইয়াছিল । এ দিকে প্রভুপাদ নিত্যানন্দ ভাবিতেছেন, “প্ৰভু এখানে, এই মুসলমান-রাজধানীতে আসিয়া নিশি যাপন করিতে বাসন৷ করিলেন কেন ? নিশ্চয় তাহার কোনও গৃঢ় উদেশু আছে; সমস্ত দিন গেল, রাত্রিও শেষ হ’তে যায়, প্রভু নিশ্চেষ্ট—অন্যত্র যাবার নামও নেই। ব্যাপার কি ? দেখাচ্ছেন যেন কিছুই জানেন না— ভাবেতেই বিভোর, কিন্তু চতুর চূড়ামণি এ দিকে মতলব ঠিক করেছেন। কিছু রহস্ত আছে—দেখা যাক ৷” সহসা নিত্যানন্দ দেখিলেন, অদূরে দুইটি মনুষামূৰ্ত্তি চোরের ষ্ঠায় নীরবে ধীরে ধীরে তমাল-বৃক্ষের দিকে আসিতেছেন। ধুনির আলো তেমন উজ্জল ছিল না ; অস্পষ্টীলোকে দেখিলেন, আগন্তুকদ্বয় নগ্নপদ, নগ্নঅঙ্গ—পরিধানে একখানি সামান্ত বস্ত্র মাত্র ; কিন্তু বক্ষে যজ্ঞোপবীত । নিত্যানন উঠিলেন ; অনুমান করিলেন, এই দুই ব্যক্তির জন্তই প্রভু এখানে পদার্পণ করিয়াছেন। তিনি তাহদের পরিচয় জিজ্ঞাসা না করিয়াই বলিলেন, “প্ৰভু তোমাদের অপেক্ষা করছেন, এস।” দুই ভাই—অমর ও সন্তোষ— বিস্মিত হইয়া নিত্যানন্দের পানে চাহিলেন। নিত্যানন্দ একটু হাসিলেন । তখন জুই জনের মনে এক সময়ে এই সিদ্ধান্তু সমুদিত হইল যে, ইনিই প্রভুপাদ নিত্যানন্দ। তখন উভয়ে > > @