পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী তাহারা চরণে পড়িয়া যুক্ত করে বলিলেন, “আমাদের প্রতি কৃপা কর ।” - * নিত্যানন্দ সহস্তে উত্তর করিলেন, “কৃপাময় তোমাদের প্রতি কৃপা করবেন বলেই নীলাচল হ’তে এতদূরে এসেছেন। আর তোমাদের ভয় কি ?” দুই ভাই বিহবল হইয়া পড়িলেন। নিত্যানন্দ তখন ও তাঁহাদের পরিচয় অবগত নহেন ; কিন্তু তাহার বিশ্বাস, এই দুই ব্যক্তির জন্তই প্রভু এ দেশে আসিয়াছেন। প্রভুপাদ সহস্তে বদনে । প্রভূর নিকট তাহদের লইয়া চলিলেন। প্রভু বাহক্তান-বিরহিত— প্রেম-বিহবল ৷ নিত্যানন্দের চেষ্টায় প্রভুর ধ্যান ভঙ্গ হইল। দুই ভাই তখন প্রভুর চরণতলে লুটাইয়া পড়িলেন। যে চরণগুলির কামনায় লক্ষ লক্ষ ভক্ত ছুটাছুটি করিতেছেন, সেই দেব-দুলভ চরণগুলি তাহারা মাথায় ও জিহবায় দিলেন । হৃদয়ের বেগ কিঞ্চিৎ শমিত হইল –প্রাণের ভিতর যেখানটা হাহাকার উঠিতেছিল, সেখানটা শাস্ত ও শীতল হইল। প্রভু কারুণ্যপূর্ণ দৃষ্টিতে র্তাহীদের পানে চাহিলেন ; বলিলেন, “উঠ, দৈন্ত সম্বরণ কর। তোমরা আমাকে যে সকল পত্র লিখেছিলে, তা? আমি পেয়েছি— আমার একটা উত্তরও পেয়ে থাকবে ।” অমর যুক্ত করে কহিলেন, “প্রভু, আমার সে স্পৰ্দ্ধা ক্ষমা করিও। এবার তুমি জগতে আসিয়াছ শুধু ভালবাসিতে, প্রেম & > >V2