পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়—রুপ সনাতন বিলাইতে—দণ্ড দিতে নয় ; সেই ভরসাতেই আমি তোমায় পত্র লিখিতে সাহস করিয়ছিলাম।” প্রভু একটু হাসিলেন ; আর প্রেমময় দৃষ্টি নিক্ষেপ করিয়া সনাতনকে বুঝাইলেন, তাহার কাছে যে অপরাধ তাহা তিনি গ্রহণ করেন না । অমর। পাপীকে উদ্ধার করতে এবার এসেছ প্রভু ; কিন্তু আমাদের মত পাপী আর কোথাও পাবে না । প্রভু। কৃষ্ণনাম যা’র বদনে তা’র আবার পাপ কোথা ? সকল পাপের প্রায়শ্চিত্ত কৃষ্ণনামে। অমর | প্রভু, কৃষ্ণনাম বদনে নাই, হৃদয়ে নাই ; সেথ। আছে শুধু হাহাকার, একটা অব্যক্ত যন্ত্রণ। রক্ষা কর প্রভূ, কাঙ্গালদের উদ্ধার কর । প্রভূ । যখন পাপ চিনেছ, নামের মহিম বুঝেছ, তখনই ত তোমার উদ্ধারের উপায় কৃষ্ণ করেছেন। অমর। প্রভু, আমরা ঘোর পাপী—এত বড় পাপী তোমার জগাই মধাইও ছিল না । তাহারা মুর্থ নিৰ্ব্বোধ—অজ্ঞানে পাপ করেছে ; আর আমরা পাপ জেনে শুনে করেছি। তোমার কৃপা ভিন্ন এ জ্ঞানকৃত অপরাধ হ’তে উদ্ধার নেই। প্রভু। কৃষ্ণের কৃপায় তোমরা অচিরাং মুক্তিলাভ করিবে। অমর। প্রভুর বাক্য কথন নিষ্ফল হ’বার নয় ; কিন্তু যে ` > ጓ