পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—নিত্যানন্দের হরিনাম বিতরণ দেখিলেন, এক বিপুল জনপ্রবাহ গঙ্গার তীর বহিয়া ধীরে ধীরে মন্থর গতিতে চলিয়াছে। তরণী ক্রমে নিকটে আসিল ; রঘুনাথ দেখিলেন, এক জন সন্ন্যাসী রূপে আলো করিয়া গঙ্গার ধারে ধীরে পথ বহিয়া ধীরে ধীরে চলিয়াছেন। তিনি কি একটা গান করিতে করিতে যাইতেছিলেন। গান বুঝা গেল না, কিন্তু কণ্ঠ শুনা গেল । তরণীর উপর হইতে যুবকেরাও গান ধরিলেন। তরণী ক্ষণকালমধ্যে ঘাটে লাগিল। রঘুনাথ সদলে ঘাটে নামিলেন ও সেই জনস্রোতে মিশিয়া গেলেন। অগ্রসর হইয়া দেখিলেন, নিত্যানন্দ-প্রভু সপার্ষদ গাইতে গাইতে চলিয়াছেন। তাহার চরণে নূপুর, নয়নে বারিধারা, বদনে হরিনাম। তিনি নাচিতেছিলেন, আর গাইতেছিলেন। “ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ নাম রে ; যে ভজে গৌরাঙ্গ চাদে সেই আমার প্রাণ রে ।” কেহ নাম লইতেছে, কেহ লইতেছে না । যে লইতেছে, সে নৃত্য ও সঙ্গীতে যোগ দিতেছে। যে পাষাণ, সে শুধু মজা দেখিতে দেখিতে চলিয়াছে । কেহ হাসিতেছে, কেহ বা বিদ্রুপ করিতেছে। এক ব্যক্তি অগ্রসর হইয়া প্রভুপাদকে জিজ্ঞাসা করিল, “নাম নিয়ে হবে কি ?” “গোলকে যাবে।” “স্ত্রীপুত্র নিয়ে ?” ○、○