পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—নি ত্যানন্দের হরিনাম বিতরণ ২য় ব্যক্তি। তুমি আমার কোন কাজে লাগবে যে, তোমায় আমি কিনে নেব? শুধু গৌর গৌর বলে জালাবে বই ত নয়। ১ম ব্যক্তি। যাঃ, সেই নামটা ক’রে ফেললি ? ২য় ব্যক্তি। বেশ করেছি, এক শ বার করব ; তোর কি ? গৌর গৌর গৌর গৌর গৌর গৌর। আমার কাছে নাম টাম যে কিছু চালাকি ক’রে যাবেন সে যে নেই। কিন্তু নামটা বেশ, আমার আরও বলতে ইচ্ছা করছে। বলি না কেন,—গেীর গৌর গৌর গৌর গৌর। বাঃ, কি মিষ্ট নাম ! ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে। অবশেষে তিনি গাইতে গাইতে নাচিতে নাচিতে প্রভুপাদের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন । দ্বিতীয় ব্যক্তির অবস্থা দৃষ্ট্রে অপর এক ব্যক্তি স্পৰ্দ্ধা সহকারে অগ্রসর হইয়া কহিল,“ঠাকুর, আমি তোমায় কিনে নিতে সম্মত আছি।” “তবে হরি বল, কৃষ্ণ বল, গৌর বল ।” ৩য় ব্যক্তি । হরি হরি হরি হরি হরি হরি হরি হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ । কই ঠাকুর, আমার ত কিছু হ’ল না ? কিন্তু আরও নাম করতে মন হচ্ছে—করিই না—দুট নাম মুখে করব, তা’তে আর ক্ষতি কি ? কিন্তু শীঘ্রই আমায় বাড়ী ফিরতে হবে, ছোট মেয়েট বালসেছে দেখে এইছি । নাম ক’টা করেনি !— . . >s Q