পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী লাগাইয়া প্রসাদলোভে একখানা পীতা লইয়া বসিয়া পড়িলেন। - মধ্যস্থলে এক বিপুলকায় বটবৃক্ষতলে দুইখানি পাতা হইল । নিত্যানন্দ একখানি আসনে বসিয়া মুদ্রিত নয়নে ধ্যানস্থ হইলেন ; সম্ভবত মহাপ্রভুকে আকর্ষণ করিতে লাগিলেন । গৌরাঙ্গদেব তখন নীলাচলে, কিন্তু নিত্যানন্দ কর্তৃক আকৃষ্ট হইয়া তাহাকে আসিতে হইল ; এবং সহস্ৰ সহস্র ব্যক্তির নয়নপথগামী হইয়া তাহাকে ভোজনে বসিতে হইল। তদৃষ্ঠে ভক্তগণ আনন্দে স্বাত্মহারা হইয়া উঠিলেন এবং ভোজ্য উপেক্ষা করিয়া নৃত্য আরম্ভ করিলেন। নৃত্যের সঙ্গে গম আরম্ভ হইল – ওগো এসেছে, এসেছে, আমার প্রাণনাথ এসেছে, বহুদূর হাতে আমারে দেখিতে ছুটে সে এসেছে। আমায় ফেলে সে কি থাকৃতে পারে, সে বই আমি যে আর জানি না রে, সে বই আমার ষে কেহ নাই রে, তাই সে এসেছে, আমার রাজা, আমার বধু এসেছে, আমারে দেখিতে আমায় দেখা দিতে ছুটে এসেছে। ভোজ্য পড়িয়া রহিল ; নৃত্য ও গীত চলিতে লাগিল। আহাৰ্য্য চরণে দলিত হইয়া নষ্ট হইল। নিত্যানন্দ সকলকে শান্ত করিয়৷ আহারে বসাইলেন। আবার নূতন পাতা আসিল, আম দধি - ులిe