পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়—পরীক্ষা রূপ। তুমি যাবে না দাদা ? : সনা । সুলতানকে না ব’লে আমি যেতে পারব না । তিনি . আমার উপর রাজ্যের সমস্ত ভার দিয়ে নিশ্চিন্ত আছেন, তাকে সব বুঝিয়ে না দিয়ে আমি কোন মতেই যেতে পারব না। রূপ। তুমি কি আশা কর, সুলতান তোমায় ছুটী দেবেন ? সন। সে আশা করি না, তবে বলে যাব-চোরের স্থায় পালাব না । রূপ। তবে আর তোমার যাওয়া ঘটবে না । সনা । তুমি অগ্রসর হও, আমি পিছনে যাচ্ছি। প্রভু যখন আমাকে ডাকবেন, তখন আমায় কেহ বেঁধে রাখতে পারবে না । রূপ। তবে আমি এক বৃন্দাবনে যাব ? সনা । না, অনুপকে সঙ্গে লও। আর তোমার ও আমার অর্থাদি যা কিছু আছে, সব সঙ্গে লও। রূপ। সে কি ! অর্থ নিয়ে কি করব ? সন্ন্যাসী-হ’তে যাচ্ছি, এখনও অর্থ ? সনা । অর্থ নিয়ে তোমাকে বৃন্দাবনে যেতে বলছি না, দেশে যেতে বলছি। সেখানে অর্থ রেখে অনুপকে নিয়ে বৃন্দাবনে যেও । রূপ। এত অর্থ নিয়ে কি হ’বে ? সনা । অনেক কাজ হ’বে। - তোমার ও আমার সন্তানাদি নাই। অনুপের পুত্র জীবই আমাদের একমাত্র বংশধর। তা’র "శి