পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী এত অর্থে প্রয়োজন নেই । তা’কে যৎকিঞ্চিৎ দিয়ে আমাদের গহে বসাবে, আর বাকি অর্থ দেবকীৰ্য্যে ব্যয় করবে ; নিজের জন্তে এক কড়িও রেখে না । সত্বর কাজ শেষ ক’রে বৃন্দাবনে স্বাও ; আমি এদিকে স্বলতানকে বুঝিয়ে রাখব, তুমি দেশে গিয়েছ, আবার ফিরবে । রূপ। আমি দু’দিনের মধ্যেই— সহসা পথপাশ্বে কতরকণ্ঠে কে ডাকিয়া উঠিল ; “বাবা গে৷ ” উভয়ে চমকিয় দাড়াইলেন। পুনরায় চীৎকার হইল, “বাবা গো, মেরে ফেল্পে গে৷ ” উভয়ে শব্দ লক্ষ্য করিয়া ছুটলেন । পথপাখে আম গাছের বাগিচা, সামান্য জঙ্গলে আবৃত। কিয়দ্ধর গিয়া উভয়ে দেখিলেন, এক শীর্ণ বৃদ্ধ অৰ্দ্ধ-শায়িত অবস্থায় রোদন করিতেছে, বৃদ্ধ অতিকুৎসিতদর্শনা, অৰ্দ্ধনগ্ন । যে বস্ত্রটুকু পরিধানে আছে, তাহ ছিন্ন মলিন, দুর্গন্ধবিশিষ্ট । সনাতন অগ্রসর হইয়া জিজ্ঞাসা করিলেন, “কি হয়েছে মা ?” বৃদ্ধ । সাপে কেটেছে বাবা । সন। কই দেখি । বৃদ্ধ। আমাকে ছুয়ো না বাবা । সন) । কেন মা ? বৃদ্ধ । আমি ছোট জাত—মেথর । সনা । তুমি ষে আমার মা । ')19\s