পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়—পরীক্ষা বুদ্ধা । আমি অশুচী। সনা । মা কি কখন অগুচী হয় ? বৃদ্ধা নীরবে সনাতনের দিকে চাহিয়া রহিল । সনাতন নিজের উত্তরীয় দ্বারা বৃদ্ধার অৰ্দ্ধনগ্ন দেহ আবৃত করিয়া ক্ষত পরীক্ষা করিলেন। দেখিলেন, দষ্ট স্থান হইতে রক্ত ছুটিতেছে। তখন আর কালবিলম্ব না করিয়া ক্ষতস্থানে মুখ দিতে উদ্যত হইলেন । রূপ র্তাহাকে সে সুযোগ না দিয়া তৎপরতার সহিত নিজে মুখ দিলেন এবং চুষিয়া রক্ত টানিতে লাগিলেন । ক্ষণপরে তাহারা কি বুঝিয়া রক্ত মোক্ষণ হইতে বিরত হইলেন। সনাতন বলিলেন, “আর কোনও ভয় নাই মা, এখন আমাদের ঘরে চল—পরে সুস্থ ছ’লে তোমার বাড়ীতে পাঠিয়ে দেব ।” দুই ভাই বৃদ্ধাকে যত্নপূৰ্ব্বক বহন করিয়া লইয়া চলিলেন । সনাতনের গৃহ নিকটে ; তথায় বৃদ্ধাকে তাহারা আনিলেন এবং এক পালঙ্কের উপর বিস্তৃত শয্যায় তাহাকে শয়ন করাইলেন । চারিদিক হইতে দাসদাসী ছুটিয়া আসিল ; রূপ তাহদের ভিড় করিতে নিষেধ করিয়া তাড়াইয়া দিলেন। সনাতনের সে দিকে লক্ষ্য নাই, তিনি একদৃষ্ট্রে শষ্যোপরি বিস্তৃত উত্তরীয় পানে চাহিয়৷ ছিলেন। অবশেষে কাদিয়া উঠিলেন । রূপ র্তাহার দাদার পানে ত নয়নে চাহিয়া দেখিলেন, তাহার দেহ কঁাপিতেছে, বক্ষ অশ্রশ্লাবিত। ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, “কি হ’য়েছে দাদা ?” ృుa