পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায়—সনাতন বিদ্রোহী এখানে এই সকল গোপাল ও গোবত্স কোথা হইতে আসিল ? পাঠক এতদূর অগ্রসর হইয়াছেন, এমন সময় কেশব ছত্রি তথায় উপস্থিত হইলেন। কেশব কহিলেন, “উজির সাহেব, সুলতান আপনাকে সেলাম দিয়াছেন।” সনাতন। তাহাকে বলিবেন, এক্ষণে আমার অবসর নাই । কেশব । এই কথাই কি তাহাকে বলিব ? সনাতন । আপনার সাহা ইচ্ছা বলিতে পারেন। কেশব । আমি বলিব, আপনি অসুস্থ, তাই আসিতে পারিলেন না । সনাতন আর র্তাহার প্রতি লক্ষ্য না করিয়া বলিলেন, “আচাৰ্য্য মহাশয়, পাঠ বন্ধ করিবেন না ।” শ্ৰীনাথ আচাৰ্য্য পরিত্যক্ত স্বত্র গ্রহণান্তর বলিতে লাগিলেন,— ব্ৰহ্মা মনে মনে নানাবিধ তৰ্ক-বিতর্ক করিয়া কিছুতেই স্থির করিয়া উঠিতে পারিলেন না, কোন গুলি প্রকৃত আর কোন গুলি মিথ্যা । আজ এইরূপে মোহশূন্ত বিশ্বমোহনকে মোহিত করিতে গিয়া নিজেই মোহিত হইলেন । মোহগ্ৰস্ত ব্ৰহ্মা তখন দর্শন করিতেছিলেন, বৎস ও বৎসপাল সকলেই মেঘের ন্যায় তামবৰ্ণ, সকলেরই পরিধানে পীত পট্টবস্ত্র, সকলেই চতুর্ভুজ, সকলেরই হস্তে শঙ্খচক্ৰগদাপদ্ম। সেই সব মুৰ্ত্তির তেজে ব্রহ্মার একাদশ ইন্দ্ৰিয়নিস্তব্ধ হইল। ...” ১৪১ ।