পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী আচাৰ্য্য নীরব হইলে উদ্ধারণ ঠাকুর বলিয়া উঠিলেন, “ব্ৰহ্মাই যখন মায়ায় মুগ্ধ হইয়া শ্ৰীকৃষ্ণকে চিনিতে পারেন নাই, তখন দুৰ্ব্বল মায়ান্ধ জীব কিরূপে র্তাহীকে চিনিবে ? তিনি আমাদের আশে-পাশে ঘুরিয়া বেড়াইলেও তাহাকে আমরা চিনিতে পারি না-বিশ্বাস করিতে পারি না যে, তিনি আমাদেরই মত হাত প: লইয়া আমাদের মধ্যে বিচরণ করিতেছেন।” এমন সময় একজন বলিয়া উঠিলেন, “অনেকগুলি ঘোড়ার পায়ের শব্দ শুনা যাচ্ছে।” সনাতন । এবার সুলতান স্বয়ং আসছেন। আচাৰ্য্য। তবে আমরা বিদায় হই। সনাতন । আসুন তবে ; এ জীবনে আমাদের বোধহয় এই শেষ সাক্ষাৎ । আচাৰ্য্য। জীবন আর কতটুকু ! সকলে প্রস্থান করিলেন ; স্বল্পকাল পরে সুলতান আসিয়া দর্শন দিলেন। সনাতন অভ্যর্থনা করিয়া তাহাকে বসাইলেন। সুলতান একটু রুক্ষস্বরে বলিলেন “ব্যাপার কি মল্লিক ? তুমি আর দরবারে যাও না, ডেকে পাঠালেও এসো না, তুমি কি পীড়িত ?” সন। না সুলতান, আমি সম্পূর্ণ সুস্থ । মুল । তবে কাজকৰ্ম্ম দেখ না কেন ? 88 כי