পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীঘনাড়ন গোস্বামী প্রথম অধ্যায় আহবান “তুমিই ত বলিয়ছিলে প্রভু, ধৰ্ম্মের গ্লানি সমুপস্থিত হইলে আবিভূত হইবে। কই ভগবান, আজও ত আসিলে না ; আমি যে তোমার প্রতীক্ষায় নিরস্তব আকাশ পানে চাহিয়া বসিয আছি। আর কত দূরে, প্রভু ?” শান্তিপুর গ্রাম, গঙ্গাব উপকূলে। এখন জাহ্নবী গ্রাম হইতে একটু সরিয়া গিয়াছেন, আগে নিকটেই ছিলেন। অদ্বৈতাচার্যের গৃহ গঙ্গার ধারে । গৃহপ্রাঙ্গণে কয়েকজন ভক্তসহ আচাৰ্য্য উপবিষ্ট ।