পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায়--সনাতন বিদ্রোহী “তোমাকে ফিরে পাবার কি কোন উপায় নেই সাকর মল্লিক ?” সনা। পৃথিবীর রাজ্যও যে আমার কাছে এক্ষণে তুচ্ছ সুলতান ! সুল। আমি তোমার জন্যে কি না করেছি উজির সাহেব ! আমার সজাতিদের ঠেলে তোমায় শ্রেষ্ঠ আসন দিয়েছি ; আমি বেগমের কথা শুনিনি, কিন্তু তোমার কথা শুনেছি। তুমি যাকে যে পদ দিয়েছ, সে সেই পদ পেয়েছে ; যা’কে রেখেছ, সেই থেকেছে ; যা’কে মেরেছ, সেই মরেছে। আমি তোমার জন্তে কি না করেছি উজির সাহেব ! সনা । আমিও তোমার জন্তে কি না করেছি সুলতান ! আমি হিন্দু হয়ে হিন্দুর মন্দির ভেঙ্গেছি, দেবদেবীর মূৰ্ত্তি চূর্ণ করেছি, গো-হত্য ব্ৰহ্মহত্যা করেছি, ব্রাহ্মণের ইজ্জত মেরেছি, হিন্দুকে জোর ক’রে মুসলমান করেছি ; আমার ইহকাল পরকাল সব তোমার জন্তে নষ্ট করেছি। বলিতে বলিতে সনাতনের কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল । সুলতান বলিলেন, “তুমি আমার জন্তে কর নি—” সনাতন বাধা দিয়া একটু তেজের সহিত বলিলেন, “তোমার জন্তে করিনি অকৃতজ্ঞ সুলতান ? আমি যা’ করেছি, তা’ তোমার কোন হিন্দু নফর করেছে ? বাঙ্গালায় এমন একটা হিন্দু পাবে। >8°