পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী না, যে আমার দ্যায় আত্মবিক্রয় ক’রে তোমার সেবা করে। শুধু বাঙ্গালায় কেন, সমস্ত ভারতে এমন একটা নিৰ্ব্বোধ পাবে না, যে সব ঘুচিয়ে, সব দিয়ে মনিবের সেবা করে। বলতে বাধূল ন সুলতান, আমি তোমার জন্তে মহাপাপ করিনি ? নিজের ঘরে নিজে আগুন জালাইনি ? স্কুল। দেখছি তুমি বড় বাড়িয়ে তুলেছ ; আমি তোমায় শেষবার बिछान করছি, তুমি আমার সঙ্গে উড়িষ্যায় যেতে সম্মত আছ কি না । সনা । কিছুতেই না । সুল। তোমার এ অবাধ্যতার দণ্ড কি জান ? সনা । মৃত্যু ? দণ্ড দাও সুলতান—এ স্বদেশদ্রোহী, এ ধৰ্ম্মদ্রোহীকে মৃত্যু দাও মুলতান ! আর পারি না—অনুতাপের ভারে জীবন অবসর হয়ে পড়েছে—আমায় শাস্তি দাও, মৃত্যু দাও, কিন্তু— সুল। কিন্তু কি ? সন। কিন্তু মৃত্যু দেবার তোমার শক্তি নেই, অধিকার নেই ; তোমার হাজার হাজার জল্লাদ, এমন কি যমরাজ স্বয়ং এসেও আমায় এখন মারতে পারবেন না । সুল। দেখাব শক্তি আছে কি না, আগে উড়িষ্যা হ’তে ফিরি। আপাততঃ তুমি বন্দী হ’লে । Ꮌ 8br