পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী আশ্রিত ভ্রাতা বিষ্ণুকে কেহ দমন করিতে পারে নাই। অপ্রতিহততেজে অত্যাচার চলিতে লাগিল । যেখানে অত্যাচার, সেখানে বিশৃঙ্খলা ৷ লুষ্ঠিত বা হৃতসৰ্ব্বস্ব প্রজারা খাজনা দিতে অসমর্থ ; যাহারা সমর্থ, তাহারা ইচ্ছাপূৰ্ব্বক খাজানা দেয় নাই। প্রজারা একপ্রাণ হইয়া অত্যাচারের বিরুদ্ধে বুক দিয়া দাড়াইল । অত্যাচার-নিক্ষিপ্ত ক্ষীণ শর পাষাণ ভেদ করিতে অসমর্থ হইল । যে ফল রাজদরবারে নালিস করিয়া প্রজারা পায় নাই, সে ফল সহজলব্ধ হইল । এমন সময় রূপ আসিয়া পহুছিলেন । যে পাষাণ, অস্ত্রে ভাঙ্গে নাই, সে পাষাণ রূপের সহানুভূতিতে গলিয়া গেল। অশ্রুতে অশ্রু মিশিল । বিষ্ণু তিরস্কৃত হইয়া কাদিয়া ফেলিলেন । তাহার কান্না দেখিয় রূপ ভুলিলেন ; তাহাকে স্বপদে পুনঃ প্রতিষ্ঠিত করিলেন । রূপকে বৃন্দাবনে বিদায় দিয়া বিষ্ণু আবার পূর্ব মূৰ্ত্তি ধারণ করিয়াছিলেন। প্রবাদ আছে যে, বিষ্ণু এক ব্রাহ্মণের জমীজম প্রভূতি আত্মসাৎ করেন ; সেই ব্রাহ্মণ পদব্রজে বৃন্দাবনে রূপের নিকট গিয়া নালিস করেন । রূপ একটী শ্লোক রচনা করিয়া প্রস্তরের উপর অঙ্কিত করেন এবং সেই প্রস্তরফলক উক্ত ব্রাহ্মণের দ্বারায় বিষ্ণুর নিকট প্রেরণ করেন। শ্লোকটী এই – У Ф. е.