পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়—রুপ প্রেমভাগে অধর। কতক সৈন্ত আগে গেছে, কতক প্রস্তুত হচ্ছে ; বোধ হয় অল্পদিনের মধ্যেই যাবেন । রূপ। বেশ ; আমি তোমাকে অর্থ ও পত্র দিই গে চল , রজনী প্রভাতে আমরা বৃন্দাবন যাত্রা করব । অধর। যাত্রাট আজ হ’লেই ভাল হ’ত । রূপ । কেন ? অধর। আপনাকে ধ’রে নিয়ে যেতে সুলতান হুকুম করেছেন ; এতদিনে হয় ত লোক ছুটেছে, কবে এসে পড়ে তা’র ঠিকানা নেই। বিষ্ণু এতক্ষণ নীরব ছিলেন ; এক্ষণে সৈন্তাদির আগমন ংবাদ শ্রবণে তাহার বাকশক্তি প্রবল হইয়া উঠিল। তিনি বলিলেন, “ওরে বাপ রে । আমাদের রাজ্যে এসে আমাদের রাজাকে ধরে নিয়ে যাবেন । বিষ্ণু শৰ্ম্ম থাকতে সে কাজ হচ্ছে না । আমরাও একদিন কর্ণাটে রাজত্ব করেছিলাম। আসুক দেখি, কে আসবে ?” র্তাহার কধা শেষ হইতে না হইতে দূরে অশ্বপদ শব্দ শ্রুত হইল। বিষ্ণু তখন রূপ ও অনুপকে টেনে নিয়ে গিয়ে অন্দরমহলের একটা ঘরে বদ্ধ করলেন । অন্দরমহলের দ্বারে পাহারা বসিল । বিষ্ণু তখন বাহিরে আসিয়া রাজসৈন্তের প্রতীক্ষা করিতে লাগিলেন । তাহারা সত্বর আসিয়া পড়িল ; অল্পলেকেই >QQ