পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী নৌকা ? আমার বাড়ী ঘর সব আপনার, নৌকা ত কোন ছার। আমাকে আপনার তাবেদার বলে জানবেন । তখন বিষ্ণুর আদেশে একখানি ভাল নৌকা আসিয়া ঘাটে লাগিল। খী সাহেব সদলে নৌকায় উঠলেন ; অশ্বগুলি অবশ্য পড়িয়া রহিল। নৌকা যখন মধ্যপথে, তখন সহসা নৌকাখনি ডুবিয়া গেল। জল ঝড় নাই, নৌকা একটু কাৎ হ’ল না, একেবারে নোঙ্গরের মত সোজা নাবিয়া পড়িল । খা সাহেব ও র্তাহার অনুচরেরা জুতাপট, পোষাক পাগড়ী নিয়ে বড় বিব্রত হইয়া পড়িলেন। কেহ কেহ একটু আধটু সীতার জানিতেন ; যাহারা জানিতেন না, তাহার নৌকার সঙ্গে একেবারে নোঙ্গর । তদৃষ্টি বিষ্ণুর বড়ই আনন্দ ; তিনি তীরে দাড়াইয়া উচ্চহস্ত করিতেছেন, আর মধ্যে মধ্যে লম্ফদান করিতেছেন । তিন ব্যক্তি প্রাণপণ শক্তিতে তীরে আসিবার চেষ্টা করিতেছিলেন ; জুই জন অসমর্থ হইলেন—তীরের নিকটেই ডুবিয়া গেলেন। তৃতীয় ব্যক্তি —দলপতি থা সাহেব-—কোমর জলে আসিয়া দাড়াইলেন। বিষ্ণু তখন অতি মোলায়েম কণ্ঠে বলিলেন, “আসুন খ সাহেব, আপনার অভ্যর্থনার্থে আমি বঁাশী হতে দাড়িয়ে আছি।” বাণী হ’ল মাছ মারবার সড়কী । বিষ্ণু অব্যর্থ সন্ধানে খাঁ সাহেবের বিশাল বক্ষ সড় কি দ্বারা ভেদ করিলেন । দেহ ভাসিয়া চলিল ; কিন্তু (ty