পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায়—সনাতন বিদ্রোহী সনা । কাজে আর মন নাই । স্থল। কেন ? সনা । এতদিন আপনার কাজ করেছি, আর কোন দিকে চাইনি ; এখন আমার নিজের কাজ করব, আর কোনদিকে চাইব না। স্থল। তোমার নিজের কাজ, সে কি রকম ? সনা । পরকালের কাজ । সুল। তোমার এক ভাই দস্থ্যর ন্যায় ব্যবহার ক’রে আমার চাক্‌লা ছারখার দিলে, এক ভাই আমার নক্রি ছেড়ে দরবেশ হ’ল, আর তুমিও আমার কাজ-কৰ্ম্ম দেখ না ; রাজ্য চলবে কেমন ক’রে ? সনা । আমাদের দ্যায় কত প্রজা আপনার সেবা করতে লালায়িত। এক কুকুর যাবে, অন্ত কুকুর আসবে—সুলতানের পদলেহন করতে কুকুরের অভাব হবে না। মুল । ছি মল্লিক, ও-কথা বলে না । তোমার সঙ্গে এতকাল আমি বন্ধুর হায়ই ব্যবহার ক’রে এসেছি ; রাজ্যের শ্রেষ্ঠ সন্মান, অতুল পদ-গৌরব, বিপুল ভূ-সম্পত্তি সকলই তোমায় দিয়েছি। আর কি চাই সাকর মল্লিক ? বল কি চাই ? তোমাকে অদেয় আমার কিছুই নেই। সনা। এ অধমের প্রতি সুলতানের যদি এতই কৃপা হয়ে $ 8 & ఫిO