পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়—রুপ প্রেমভাগে বিষ্ণু কাহাকেও ভাসিতে দিলেন না। দেহগুলি জল হইতে তুলিয়া আগুন ধরাইয়া দিলেন । আগুন দেখিয়া রূপ বাহিরে আসিলেন , জিজ্ঞাসা করিলেন, “এ কি করছ বিষ্ণু-দা ?” বিষ্ণু। ভাই, ধুনো দিচ্ছি। রূপ। এতগুলা লোক মারতে তোমার প্রাণে একটু ব্যথা লাগল না ? ছি ! বিষ্ণু। আমি কি মেরেছি ? খোদা মেরেছে, দেখলে না, নৌকার তলা হঠাৎ ফুটো হ’য়ে গেল, আর একেবারেই নোঙ্গর— রূপ। তুমিই ফুটে৷ ক’রে রেখেছিলে । বিষ্ণু। ত্বয়া হৃষিকেশ হৃদিস্থিতেন যথা নিযুক্তোহস্মি তথা করোমি। আমি কে ভাই ? মালিক তিনি, আমি তার হুকুমে চলি । একটু আধটু গীতা পড়ে, তবে ত ধৰ্ম্ম হবে ; কেীপীন অণটলেই ধৰ্ম্ম হয় না। রূপ । তোমার এই কাজের পরিণাম কি হবে জান ? বিষ্ণু। বেশ জানি ; এই সব দাড়ি বাবাজিরা জাহান্নমে যাবেন, আর আমি বেহেস্ত পাব। রূপ । পরিহাস রাখ । বিষ্ণু। রাখলুম তোমার উড়িষ্যার সমুদ্রে, যেখানে তোমার মুলতান ভুবতে যাচ্ছেন। সেখানে প্রতাপরুদ্রের হাত থেকে &సె