পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐসনাতন গোস্বামী রূপ। বৈরাগ্য সহসা হয়নি, তবে দাসত্বে ধিক্কারটা সহসা জন্মেছিল বটে । - বিষ্ণু। সে কি রকম ? রূপ। একদিন রাত্রিতে খুব জলঝড় ; মুলতান এমন সময় আমাকে ডেকে পাঠালেন, কি করি ঘোড়ায় উঠলুম ; ঘোড়া সেই দুর্য্যোগে যেতে চায় না, মেরে ধরে নিয়ে চললুম। ঝড়ের বেগে সহসা এক গাছ ভেঙ্গে পড়ল। ঘোড়া চমকে উঠে আমাকে ফেলে দিয়ে পালাল ; আমি হেঁটে চললুম। পথে জল দাড়িয়েছিল, জল ভেঙ্গে যাওয়ায় ছপ ছপ শব্দ হচ্ছিল । এক দরিদ্রের কুটীরের পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় সেই গৃহের লক্ষ্মী তার স্বামীকে জিজ্ঞাসা করলেন, “এ দুৰ্য্যোগে অন্ধকারে কে বার হয়েছে ? চোর টোর নয় ত ? স্বামী উত্তর করলেন, ‘চোর দুৰ্য্যোগে বেরুবে না, তবে কুকুর হতে পারে।’ লক্ষ্মী তদুত্তরে বললেন, “কুকুর ও এমন সময় বেরুবে না ; আমার মনে হয় কোন বড় লোকের চাকর হবে।’ এই বাক্যালাপ শুনার পর হতেই দাসত্বে আমার ধিক্কার জন্মাল । বিষ্ণু ধিক্কার জন্মাবারই কথা ; ওই দুঃখেই ত আমি গোলামী করতে যাই নি ; নইলে আমিও তোমাদের মত একটা কিছু হ’তে পারতুম। এমন সময় অনুপ আসিয়া দাদার সম্মুখে দাড়াইলেন ; তাহার (t"