পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়—রুপ প্রেমভাগে চক্ষু অশ্রুময়। রূপ ব্যস্ত হইয় জিজ্ঞাসা করিলেন, “কি হ’য়েছে ভাই ?” অনুপ। দাদা, আমি পারলুম না। রূপ । কি পারলে না ভাই ? অনু। রঘুনাথকে ছাড়িয়া কৃষ্ণের উপাসনা করিতে ; আমি যতই কৃষ্ণকে ডাকিতে যাই, ততই রঘুনাথ আসিয়া আমাকে জড়াইয়া ধরেন। আমি মুখে কৃষ্ণকে ডাকি, কিন্তু হৃদয় জুড়িয়া দাড়ান রঘুনাথ । দাদা, আমি কিছুতেই রঘুনাথকে ছাড়িতে পারিলাম না—তোমাদের অনুরোধ রক্ষা করিতে পরিলাম না । আমি তাহাকে ছাড়িতে চাহিলে, তিনি আমাকে ছাড়েন না । * রূপ। যিনি রঘুনাথ, তিনিই কৃষ্ণ ; রঘুনাথেরই উপাসনা কর ভাই, কোনও দুঃখ নেই। অনুপ তখন চক্ষু মুছিয়া সুস্থ হইলেন। বিষ্ণু বলিলেন, “দূরে একটা লোক দেখছি, আমাদের লক্ষ্য ক’রে ছুটে আসছে।” রূপ। এ ব্যক্তিকে আমি চিনি ব’লে মনে হ’চ্ছে । এবার চিনেছি, এ আমার দাদার প্রিয় ভূত্য অধর । - ক্ষণমধ্যে অধর আসিয়া চরণ বন্দনা করি ; রূপ ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন, “কি সংবাদ অধর ।” -

  • রঘুনাথের পাদপদ্ম ছাড়ন না যায়, }

ছাড়িবার মন হইলে প্রাণ ফাটি যায়। | ) は、○ !