পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী অধর। বড় রাজা কয়েদখানায় আবদ্ধ। রূপ। সে কি ! কোন অপরাধে ? অধর। সুলতান উড়িষ্যায় নিয়ে যেতে চেয়েছিলেন, প্ৰভু সম্মত হ’ন নি ; আরও কত কি । রূপ। এতটা হ’বে তা’ ভাবিনি ; ভেবেছিলাম, তারই প্রাসাদে হয় ত নজরবন্দী থাকৃবেন। যাই হো’ক, এখন তাকে মুক্ত করতে হবে। সে ভার তোমারই উপর দিচ্ছি অধর। অধর। আজ্ঞ করুন | রূপ। গৌড়ের বাজারে তুমি এক মুদিখান দোকান খোল গে—আমি রূপেয় দিচ্ছি। দশ হাজার মুদ্র গচ্ছিত রাখ ; . এই অর্থ কারাধ্যক্ষ হবু সেখকে দিয়ে দাদাকে মুক্ত করবে। আর আমি একখানা চিঠি লিখে দেব, সেটা দাদাকে গোপনে দিও ; পারবে ত ? অধর। এ ত অতি সামান্ত ভার দিলেন ; কয়েদখানা ভেঙ্গে বড় রাজাকে আনতে বললে তা’ও পারতুম। রূপ। আমি জানি তুমি চতুর ও প্রভুভক্ত—তোমা হ’তে কার্য্যোদ্ধার হবে ; কিন্তু সুলতান উড়িষ্যায় চলে না গেলে কারাগারের নিকটেও যেওনা । তিনি কবে যাবেন বুঝলে ?

  • হিন্দু আমলে ছিল, রূপক ; মুসলমান আমলে হ'ল রূপেয়া। আর ऊक श्ल फेॉक ।

>@8