পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী এখন কোথায় ? বৃন্দাবনে ? না, বৃন্দাবন হ’তে আবার নীলচলে ফিরেছেন ? আমি কতদিন এখানে এসেছি ?” পাশ্বে, কিছু দূরে ভূত। ঈশান শয়ান ছিল ; সে উত্তর করিল, “আজ তিন মাস হ’বে।” “কে, ঈশান ?” “আজ্ঞে, আপনার দাস।” সনাতন কি ভাবিলেন ; পরে বলিলেন, "ঈশান, তুমি এখানে কেন ? তুমিও কি বন্দী ?” ঈশান। প্রভুর সেবা করতে এখানে রয়েছি। সনা । আমার সেবা ? আমি যে এখন ভিখারীরও অধম ঈশান ! - -ঈশা। প্রভু চিরদিনই প্রভু। /সনা। তুমি আমায় শিক্ষা দিলে। মঙ্গলময় সকল অবস্থাতেই মঙ্গলময় । । ঈশা। আপনাকে শিক্ষা দেব ? সে সব কথা যাক্ ; আমরা আজ তিন মাস এখানে বসে আছি, প্রভু হয়ত এতদিনে আবার নীলাচলে ফিরে গেলেন ; তাকে কি আপনার দেখতে ইচ্ছা হয় না ? সনা। আমার প্রভুকে ? আমার হৃদয়ের রাজাকে দেখতে ইচ্ছা হয় কি না, তাই জিজ্ঞেস করছ? কি করে তোমায় বোঝাব ঈশান, আমার হৃদয় কত ব্যাকুল হয়েছে । আমার প্রত্যেক রক্তবিন্দু যে র্ত্যকে দেখবার জন্তে ছুটাছুটা করছে ! >や8