পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায়—আহবান পূৰ্ত্তি আর স্ত্রী পুত্র পরিপালন ; আর জানে হিংসা দ্বেষ পরনিন্দা শুক্লাম্বর। নারায়ণ, নারায়ণ, চুপ কর । আচাৰ্য্য। এস গোবিন্দ, তোমার সন্তানদের রক্ষা করিবে ஆr ! ত্ৰিকুট । তুমি কি সত্যই মনে কর আচাৰ্য্য, ভগবান স্বয়ং আবিভূর্ত হইবেন আচাৰ্য্য। আমি সত্যই তা মনে করি , তিনি পুনঃপুনঃ আসিয়াছেন, এবারও আসিবেন। ধৰ্ম্মের গ্লানি উপস্থিত হইলে তিনি উপেক্ষা করিয়া থাকিতে পারেন না । ঐবাস। তিনি দেহ ধারণ করে, আমাদের মধ্যে আসবেন, এমন দিন কি হবে ? শুক্লাম্বর। ভগবান ততদিন আমায় বাচায়ে রাখ, আমি যেন তোমায় না দেখে মরি না । শ্ৰীবাস। আর ভগবান, আমার মত পাপিষ্ঠ তোমায় পাছে দর্শন করে, এই ভয়ে তুমি যদি জন্ম গ্রহণ করতে অনিচ্ছুক হও, তা’হলে বল, আমি মরে যাই ; কিন্তু তুমি এস । ত্ৰিকুট। আমার মনে হয়, এ সব আচার্য্যের কল্পনা মাত্র। আচাৰ্য্য। কল্পনা বলিতেছ ত্ৰিকুটস্বামী ? তোমার তারকেশ্বর তীর্থ প্রতিষ্ঠা কল্পনা হইতে পারে ; শাস্ত্র পুরাণ বেদ কল্পনা . ·A)