পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী হবু । উড়িষ্যায় আজও লড়াই করছেন । আমাদের ফৌজ খুব হারছে, তবু সুলতান ছাড়ছেন না । সনা । তিনি যখন এখানে নেই, তখন ক’কে আমি দু’টা মিষ্টি কথা বলব ? হৰু। সে বাৎ ঠিক বলেছেন । সনা । আচ্ছা হব, তুমি কয়েদখানা হ’তে মুকিয়ে কাউকে কখন ছেড়ে দিয়েছ কি ? হবু। বুটা বলব না—দিয়েছি । সনা । আমাকে ছেড়ে দিতে পার কি ? হবু হুজুর হুকুম করলে পারি, হুজুরের দেওয়া নক্রি হুজুরের জন্যে না হয় ছেড়ে দেব। সনা । ছেড়ে দিয়ে কোথায় যাবে ? হবু। দেশে। এখানে থাকলে জান যাবে। সনা । সেখানে থাবে কি ? তোমার ছোট ছোট ছেলেদের খাওয়াবে কি ? হবু । খোদা খাওয়াবেন । সনা । খোদার উপর তোমার এতটা বিশ্বাস ? হৰু। তার দয়ার উপর আমার বিশ্বাস আছে। তার রাজ্যে র্তার উপর নির্ভর করলে কেউ উপবাসে মরে ন৷ সনা । যার এত বড় বিশ্বাস, তা’কে খোদা কখন কষ্ট দেবেন • )*ుట